ইরানের বেশ কয়েকজন জেলের ওপর গুলি চালিয়েছে সৌদি উপকূলরক্ষীরা। এসব ইরানি জেলে মাছ ধরা ট্রলার নিয়ে দুর্ঘটনাক্রমে সৌদি আরবের পানিসীমায় স্বল্প সময়ের জন্য ঢুকে পড়ে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের মৎস্য বিভাগের জনসংযোগ বিভাগের পরিচালক আরদেশির ইয়ারাহমাদি জানিয়েছেন, ইরানের জেলেরা দুর্ভাগ্যবশত সৌদি পানিসীমায় ঢুকে পড়ে এবং এর পরপরই সৌদি রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গত বুধবার এ ঘটনা ঘটে।
আরদেশির জানান, গত ২১ জুন এসব জেলে বুশেহর প্রদেশ থেকে পারস্য উপসাগরে মাছ ধরার জন্য গিয়েছিল এবং তাদের ১০ দিন মাছ ধরার পরিকল্পনা ছিল। কিন্তু সৌদি উপকূলরক্ষীদের গুলি বর্ষণের কারণে তারা চারদিন পরে ফিরে আসতে বাধ্য হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ ঘটনা স্বীকার করেছে। সৌদি উপকূলরক্ষীরা দাবি করেছে, ইরানি জেলেদেরকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তারা তা উপেক্ষা করে এবং এরপরই সৌদির পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। এতে ইরানি জেলেরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/কালাম