১৪ আগস্ট, ২০২০ ২২:৪৭

অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্টের ছেলের ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্টের ছেলের ৫ বছরের কারাদণ্ড

আর্থিক প্রতারণার দায়ে অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট জস এদুয়ার্দো দস সান্তোসের ছেলের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অ্যাঙ্গোলার জাতীয় সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান থাকাকালীন ৫০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করে সুইস ব্যাংকে পাঠানোর দায়ে এ দণ্ড দেয়া হয়েছে সাবেক প্রেসিডেন্টপুত্র জস ফিলোমিনো দস সান্তোসকে। খবর আল জাজিরার।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান ছিলেন ৪২ বছর বয়সী ফিলোমিনো। ওই সময় তহবিল থেকে অন্তত দেড় বিলিয়ন ডলার আত্মসাতের চেষ্টার অভিযোগে গত ডিসেম্বরে তাকে তলব করেন আদালত।

শুক্রবার অ্যাঙ্গোলার সুপ্রিম কোর্টের বিচারপতি জোয়াও দা ক্রুজ পিত্রা রায় ঘোষণায় বলেছেন, জালিয়াতি এবং অনৈতিক প্রভাব খাটানোর অপরাধে ফিলিমিনোকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর