১৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৯

দর্শনার্থীদের ফেলে যাওয়া ময়লা ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

দর্শনার্থীদের ফেলে যাওয়া ময়লা ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ডের ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে ময়লা-আবর্জনা ফেলে আসলে তা ডাকযোগে বাসায় পাঠাবে দেশটির সরকার। প্রকৃতির সান্নিধ্যে গিয়ে পরিবেশ নষ্ট না করার বিষয়টি মনে করিয়ে দিতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থাইল্যান্ডের পরিবেশ বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, ব্যাংককের নিকটবর্তী জনপ্রিয় খাও ইয়াই জাতীয় উদ্যান কর্তৃপক্ষ শিগগির এভাবে উদ্যানের পরিবেশ বিনষ্টকারীদের বাসায় তাদের ফেলে আসা আবর্জনা পাঠাতে শুরু করবে। অপরাধী হিসেবে তাদের নামও উঠে যাবে পুলিশের খাতায়।

ওই পার্কে আগত দর্শনার্থীদের ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে। যাতে করে তাদের ফেলে যাওয়া আবর্জনা ফেরত পাঠানো সহজ হয়।

এরকম সংগ্রহ করা আবর্জনা পার্সেল করার জন্য প্রস্তুত করে কিছু ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন দেশটির পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা-আরচা।

পোস্টে তিনি বলেন, আপনার আবর্জনা আমরা আপনার কাছে ফেরত পাঠাব।

পরিবেশ মন্ত্রীর ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, খালি প্লাস্টিকের বোতল, ক্যান, চিপসের মোড়ক একটি প্যাকেটে করে পার্সেলের জন্য প্রস্তুত করা হয়েছে। 

উদ্যান কর্তৃপক্ষ বলছে, ফেলে দেওয়া এসব আবর্জনা উদ্যানের প্রাণীদের জন্যও বিপজ্জনক। তারা এগুলো খাওয়ার চেষ্টা করে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর