২০ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১৯

টিকটক ক্রয়ে ওরাকলের চুক্তিতে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক

টিকটক ক্রয়ে ওরাকলের চুক্তিতে ট্রাম্পের সম্মতি

চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ক্রয়ের বিষয়ে ওরাকলের চুক্তির প্রতি সম্মতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, টিকটক ও মার্কিন কোম্পানি ওরাকল এবং ওয়ালমার্টের অংশীদারিত্বে তিনি শুভকামনা জানিয়েছেন।

এর আগে জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। এরপরই টিকটক ক্রয়ে এগিয়ে আসে মাইক্রোসফট, ওরাকলসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান। তবে টিকটক ক্রয়ের দৌড়ে এগিয়ে আছে ওরাকল। 

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের শঙ্কা টিকটকের গৃহীত তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে। যদিও টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স সে অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর