ইসরাইলের পরমাণু অস্ত্র আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের শান্তি এবং নিরাপত্তার জন্য বিশাল হুমকি বলে দাবি করেছে ইরান।
আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেইজে দেয়া সিরিজ পোস্টে এসব কথা বলা হয়েছে। ‘পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল’ দিবস উপলক্ষে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিরিজ পোস্ট দিয়েছে।
এতে বলা হয়েছে, মার্কিন সরকার সমর্থিত ইসরাইলের হাতে রয়েছে শত শত পরমাণু ওয়ারহেড যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করার ক্ষেত্রে ইসরাইল বড় বাধা। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেনি ইসরাইল। পাশাপাশি তেল আবিব কখনো স্বীকার করেনি যে, তার কাছে পরমাণু ওয়ারহেড আছে; আবার অস্বীকারও করেনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরাইলের হাতে ৩০০ থেকে ৪০০ পরমাণু ওয়ারহেড রয়েছে।
সূত্র: তেহরান টাইমস
বিডি প্রতিদিন/আবু জাফর