দক্ষিণ আফ্রিকায় ছয় দশমিক দুই মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ছয় দশমিক দুই মাত্রায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। এছাড়া ১০ কিলোমিটার এর গভীরতা ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার