বেলারুশে ১০ হাজারের বেশি মানুষ যোগ দিলেন সরকারবিরোধী আন্দোলনে। রবিবার এই আন্দোলন থেকে আটক হন সাড়ে ৩শ’রও বেশি বিক্ষোভকারী।
রাজধানী মিনস্কে ছিল মূল আয়োজন। তবে আশপাশের বেশ কয়েকটি শহরেও হয় প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিরোধী আন্দোলন। ক্ষুব্ধ জনতার দাবি, নতুন নির্বাচন আর রাজবন্দিদের মুক্তি। বর্তমানে ৭৭ জন মানবাধিকারকর্মী-ব্লগার রয়েছেন কারাগারে। একইসাথে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদকর্মীদের কাজে ফিরিয়ে আনারও জোরালো দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সত্য গোপনের জন্যই বিদেশি সাংবাদিকদের ওপর জারি করা হয়েছে কড়াকড়ি।
প্রেসিডেন্ট ছাড়াও দেশটির ভোট জালিয়াতির সঙ্গে জড়িতদের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইইউ। গত ২৬ বছর যাবৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি শাসন করছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
বিডি প্রতিদিন/কালাম