আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাত অবসানে পরিকল্পনা তৈরি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে সংঘাতের অবসান ঘটাতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
খাতিবজাদেহ আরও বলেছেন, ইরান এমন একটি পক্ষ যার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়া উভয় দেশের ভালো সম্পর্ক রয়েছে। শুধু সংঘর্ষরত দুই দেশ নয়, আঞ্চলিক অন্য পক্ষগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক ভালো।
তিনি বলেন, ইরানের পরিকল্পনায় কারাবাখ সমস্যার সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে যাতে আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, সেনা প্রত্যাহার এবং আলোচনা শুরুর করা বলা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিশ্বের সবার উচিৎ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি বলেন, ইরান নিজের উত্তর-পশ্চিম সীমান্তের ওপারের ঘটনাবলীর দিকে কড়া নজর রেখেছে এবং সংঘর্ষরত পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
আজারবাইজান ও আর্মেনিয়া হচ্ছে ইরানের উত্তর-পশ্চিমের দু'টি প্রতিবেশী দেশ।
কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এ পর্যন্ত দুই পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত