রাশিয়ার তৈরি স্পুটনিক ভি নামে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা।
রবিবার নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার ছেলে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি নামের করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেবেন। এছাড়াও ভেনেজুয়েলায় রুশ টিকার ট্রায়ালে স্বেচ্ছাসেবী হিসেবে থাকছেন প্রেসিডেন্ট মাদুরোর বোনও।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘আমার ছেলে নিকোলা আর্নেস্তো মাদুরো গুয়েরা আমাকে জানিয়েছে, সে রুশ টিকার ট্রায়ালে অংশ নেবে। আমি মনে করি, এটা খুব ভালো সিদ্ধান্ত।’
ভেনেজুয়েলাকে প্রথম ব্যাচের করোনার টিকা দিয়েছে রাশিয়া। গত শুক্রবার এ টিকা ভেনেজুয়েলায় পৌঁছায়। মাদুরো সরকার জানিয়েছে, তাদের দেশের প্রায় ২ হাজার নাগরিক এ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবেন।
৩০ বছর বয়সি নিকোলাস আর্নেস্তো মাদুরো গুয়েরাও রাজনীতি করেন। তিনি তার বাবার ক্ষমতাসীন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) সদস্য।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন