সিরিয়ার গোলান মালভূমি ছেড়ে যেতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি এ আহ্বান জানায় ন্যাম।
শনিবার ন্যামভুক্ত দেশগুলো অনলাইন কনফারেন্সের পর একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে: ইসরায়েলকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে চলতে হবে এবং অধিকৃত গোলান মালভূমি ছেড়ে যেতে হবে।
১৯৬৭ সালে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির এক হাজার ২০০ বর্গকিলোমিটারের মতো ভূমি দখল করে নিয়েছে। বিশ্বের কোনো দেশ ওই ভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দেয়নি। নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ওই ভূমিকে ইসরায়েল 'অধিকৃত' বলে অভিহিত করে এসেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন