জাপানি পর্যটক জেসি তাকায়ামা বিশ্ব ঐতিহ্য মাচু পিচু দেখার জন্য গত মার্চে পেরুতে এসেছিলেন। তবে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয় দর্শনীয় স্থানটি। অবশেষে জাপানি শুধু ওই পর্যটকের জন্যই সাত মাস পর মাচু পিচুর ইনকা ধ্বংসাবশেষ খুলে দিলো পেরু।
এ ব্যাপারে পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেন, বিশেষ অনুরোধ জানানোর পরে তাকায়ামাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়।
অল্প কয়েক দিন পেরুতে কাটানোর পরিকল্পনা ছিলো তাকায়ামার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাচু পিচুর কাছে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকা পড়ে যান তিনি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেইরা বলেন, মাচু পিচুতে প্রবেশের স্বপ্ন নিয়েই তিনি পেরুতে এসেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ