নাগোরনো-কারাবাখের বিতর্কিত যুদ্ধবিধস্ত অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণার পরেও ফের সেখানে গোলাগুলি বর্ষণ হচ্ছে। আর্মেনিয়া এবং আজারবাইজান উভয় পক্ষই জানিয়েছে, সেখানে লড়াই অব্যাহত রয়েছে। উভয়পক্ষই দাবি করেছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং এর প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই দুটি দেশই নাগোরনো-কারাবাখে মালিকানা দাবি করছে।
আর্মেনিয়া সোমবার জানিয়েছে, আজেরি বাহিনী বিরোধপূর্ণ অঞ্চলটির দক্ষিনাংশে গোলাবর্ষণ করেছে, অন্যদিকে নাগোরনো-কারাবাখ আজারবাইজান এলাকায় আর্মেনিয়া বড় রকমের হিংসা চালায় বলে অভিযোগ উঠেছে।নাগোরনো-কারাবাখ আজারবাইজানের মধ্যে অবস্থিত আর্মেনীয় জাতিগত সংখ্যাগরিষ্ঠ অঞ্চল।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছে এবং আর্মেনীয় বাহিনীকে নাগোরনো-কারাবাখ অঞ্চলের কাছে আজারবাইজান অঞ্চলে গোলাগুলি করার জন্য অভিযুক্ত করেছে।
গত শনিবার দুপুরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এবং সাময়িকভাবে হলেও এই অঞ্চলে হিংসতা বন্ধ হয়। তার আগে অবশ্য আর্মেনিয়া এবং আজারবাইজান মস্কোয় ১০ ঘন্টা আলোচনা করে। তারপর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এ যুদ্ধবিরতিটি উভয় পক্ষই বন্দী বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের উদ্দেশ্যে করা হয়েছিল।
আলোচনার মধ্যস্থতাকারী রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির ফলে সংঘাত নিস্পত্তির বিষয়ে আরও আলোচনার পথ প্রশস্ত হওয়া উচিত।
বিডি প্রতিদিন/আরাফাত