ইন্দোনেশিয়ার বিতর্কিত নতুন শ্রম আইন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিক্ষোভ শুরু করে দেশটির ইসলামী দলগুলো।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন এ আইন শ্রম অধিকারকে ক্ষুণ্ন করবে এবং পরিবেশ সুরক্ষাকে বিঘ্নিত করবে। তবে সরকারের দাবি, আইনটি সরাসরি বৈদেশিক বিনিয়োগে উৎসাহ জোগাবে এবং ইন্দোনেশিয়ার দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করবে।
বিডি প্রতিদিন/হিমেল