যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লক্ষ্যহীন ভাবে করোনাভাইরাসের নিয়ন্ত্রণ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাইডেন এমন মন্তব্য করেন।
বাইডেন বলেন, ট্রাম্প করোনার মত মহাকারীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তাকে ত্যাগ করা উচিত। তার প্রেসিডেন্টের দায়িত্বের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং এর ফলে ফ্লোরিডা এবং সারা দেশের মানুষ পর্যাপ্ত ত্রাণ পায়নি।
এর আগে সোমবার এই ফ্লোরিডাতেই নির্বাচনী প্রচারণ চালিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন যে করোনা থেকে সুস্থ হওয়ার পর তিনি আরো শক্তিশালী বোধ করছেন।
বিডি প্রতিদিন/হিমেল