মার্কিন থিংকট্যাঙ্ক ও অন্যান্য নীতিনির্ধারণী গোষ্ঠীগুলোর তহবিলের উৎস প্রকাশের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই আহ্বান জানান।
এতে তিনি বলেন,সুশীল সমাজ প্রতিষ্ঠানগুলোর অখণ্ডতা রক্ষার জন্য থিংকট্যাঙ্ক ও অন্যান্য নীতিনির্ধারণী গোষ্ঠীগুলোর তহবিলের উৎস প্রকাশ্যে আনা দরকার। নয়তো শীর্ষস্থানীয় এই অধিদফতরের সঙ্গে তাদের অবাধ যোগাযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধের সঙ্গে বলছে- থিংকট্যাঙ্ক এবং অন্যান্য বিদেশি নীতিনির্ধারণী সংস্থাগুলো, যারা এই অধিদফতরের সঙ্গে জড়িত থাকতে আগ্রহী তারা তাদের ওয়েবসাইটে নিজেদের তহবিলের উৎসগুলো প্রকাশ করুক। সেটা হোক কোনও বিদেশি সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্র পরিচালিত সহায়ক যেকোনও সংস্থা। সকল উৎস সুস্পষ্টভাবে প্রকাশের অনুরোধ করা হচ্ছে।”
পম্পেও এও বলেন, “যদিও এই জাতীয় প্রতিষ্ঠানের তহবিলের উৎস প্রকাশের বিষয়টি জরুরি নয়। তবে যারা এটি করবে না মার্কিন পররাষ্ট্র অধিদফতরের কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় নিরুৎসাহিত হবেন।”
ট্রাম্প প্রশাসনের কূটনীতিক বিভাগের শীর্ষ এই কর্মকর্তা তার অদিফতরের সঙ্গে বিভিন্ন একাডেমিক গোষ্ঠী ও থিংকট্যাঙ্ক-এর ঘনিষ্ঠ সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিতে পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন বহিরাগত বিশেষজ্ঞ উৎসের প্রশংসা করেছেন।
তবে তিনি এও বলেন, মতামতের বৈচিত্র্যকে স্বাগত জানালেও চীন এবং রাশিয়ার প্রভাবের প্রচেষ্টা সম্পর্কে তারা সর্বদা সচেতন। সূত্র: নিউইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/কালাম