শিরোনাম
২০ অক্টোবর, ২০২০ ১৩:৫৭

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলের চিঠি

অনলাইন ডেস্ক

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলের চিঠি

বেনিয়ামিন নেতানিয়াহু

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরায়েল। আজেরি প্রধানমন্ত্রী আলি আসাদোবের কাছে এ চিঠি পাঠান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। 

সোমবার আজেরি সংবাদমাধ্যম ‘আজভিশন’ এ খবর জানিয়েছে।

আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। 

এতে নেতানিয়াহু উল্লেখ করেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে ইসরায়েল গর্বিত।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ৩০ বছরে ইসরায়েলি ও আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দু’দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে।

এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন।  চিঠিতে বেনিইয়ামিন নেতানিয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর