২১ অক্টোবর, ২০২০ ১৬:৫৪

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, ৩ জনের প্রাণহানি

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি শহর। বুধবার সকালে গুলশন-এ-একবালে করাচি ইউনিভার্সিটির গেটের ঠিক উল্টো দিকের এক বহুতলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। অন্তত ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট করে কিছু জানতে পারেনি। তবে প্রাথমিকভাবে সিলিন্ডার ব্লাস্ট বলে মনে করা হচ্ছে। বহুতলের দোতলায় এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার শিরিন জিন্না কলোনির কাছে বাস টার্মিনাসে বিস্ফোরণ ঘটে।

ইতিমধ্যে পুলিশ জানিয়েছে, বম্ব ডিজপোজাল স্কোয়াডকেও আনা হয়েছে ঘটনাস্থলে। কোনও শক্তিশালী বোমা এই বিস্ফোরণের কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বিস্ফোরণের পরেই গোটা এলাকা ভরে গেছে দমকল ও অ্যাম্বুল্যান্সে। মৃত ও আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

এদিকে মেয়াদ ফুরনোর প্রায় আড়াই বছর আগেই প্রবল চাপে ইমরান খান ও তার সরকার। বস্তুত ইমরানকে সরাতে রীতি মতো কোমর বেঁধেছে পাকিস্তানের ১১টি রাজনৈতিক দল। নওয়াজের দল পিএমএল (এন) এবং বিলাবলের দল পিপিপি তো আছেই, তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোট-বড়-আঞ্চলিক মিলিয়ে আরও ৯টি দল। এরা সকলে জোট বেঁধে গড়েছেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)।

গত মাসেই জোটটি তৈরি হয়েছিল। এক-একটি শহরে কর্মসূচি করে তারা ইমরান সরকারকে আক্রমণ করে চলেছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর