২১ অক্টোবর, ২০২০ ২০:০৪

ভারতে পিয়াজের দাম বৃদ্ধিতে আমদানি শর্ত শিথিল

অনলাইন ডেস্ক

ভারতে পিয়াজের দাম বৃদ্ধিতে আমদানি শর্ত শিথিল

ফাইল ছবি

পিয়াজ নিয়ে সংকট তৈরি হয়েছে ভারতেও। দক্ষিণ ভারতে বৃষ্টির ফলে পিয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ রুপিতে। সে কারণে অন্য দেশ থেকে পিয়াজ আমদানিতে শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আজ বুধবার নয়া দিল্লীর কৃষি ভবন এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিয়াজের মূল্য বৃদ্ধিতে জনসাধারণের উদ্বেগের কথা চিন্তা করে ভারত সরকার কিছু শর্তসাপেক্ষে ১৫ ডিসেম্বর পর্যন্ত পিয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পিয়াজ আমদানির ক্ষেত্রে গুণমান বজায় রাখার কিছু বিধিনিষেধও শিথিল করা হয়েছে এ লক্ষ্যে। এখন যে পিয়াজ আমদানি করা হবে, তার চালান পরীক্ষা করে দেখবেন কোয়ারেন্টাইন বা পৃথকীকরণ কর্মকর্তারা। যদি তারা দেখেন তা যথাযথভাবে কীটনাশকমুক্ত করা হয়েছে এবং তার থেকে দেশবাসীর স্বাস্থ্যজনিত কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তাহলেই তা দেশের বাজারে বিক্রির ছাড়পত্র পাবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর