২২ অক্টোবর, ২০২০ ১২:৪৩

সমুদ্রেও অপ্রতিরোধ্য, ভারতের হাতে এখন সাবমেরিন বিধ্বংসী রণতরী

অনলাইন ডেস্ক

সমুদ্রেও অপ্রতিরোধ্য, ভারতের হাতে এখন সাবমেরিন বিধ্বংসী রণতরী

অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরী

‘ব্লু ওয়াটার নেভি’ অর্থাৎ খোলা সমুদ্রে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে ভারত। এবার দেশটির সামরিক শক্তি আরও বাড়িয়ে নৌবাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরী আইএনএস কাভারাত্তি। খবর সংবাদ প্রতিনিদের।

বুধবার, স্টেলথ করভেটটির নৌসেনায় অন্তর্ভুক্তির জন্য বিশাখাপট্টনমের নেভাল ডকয়ার্ডে একটি অনুষ্ঠান হয়। সেখানে আইএনএস কাভারাত্তির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেন স্থলসেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এই মর্মে এক বিবৃতিতে নৌসেনা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজ।

উল্লেখ্য, ভারতের অভিযোগ জলদস্যু দমনের নামে প্রায়ই ভারত মহাসাগরে ঢু মারছে চীনা রণতরী। লাদাখে কমিউনিস্ট দেশটির আগ্রাসন সাফ বুঝিয়ে দিয়েছে যে কোনওভাবেই সম্প্রসারণবাদী নীতি থেকে পিছু হটবে না বেইজিং। তাই সাগরেও সাগরেও টেক্কা দিতে তৈরি হচ্ছে ভারতয়ি নৌসেনা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর