২৯ অক্টোবর, ২০২০ ১৬:১৫
নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘাত

আর্মেনিয়ার ১ হাজার ১১৯ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

আর্মেনিয়ার ১ হাজার ১১৯ সেনা নিহত

বিরোধপূর্ণ অঞ্চল নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনীয়ার সংঘর্ষে চলমান রয়েছে। দেশ দু’টি এ পর্যন্ত তৃতীয় বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে আর্মেনীয়ার দাবি চলমান সংঘাতে তাদের এ পর্যন্ত ১ হাজার ১১৯ সেনা নিহত হয়েছেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখ অঞ্চলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে নতুন করে আরও ৫১ সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে বৃহস্পতিবার তাদের সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ জনে। 

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দু’টি এক মাসের বেশি সময় ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে। শুরু থেকেই রাশিয়া উত্তেজনা প্রশমনের জন্য চেষ্টা করছে। তবে দেশ দু’টি তৃতীয় বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।  

এদিকে রবিবার ইরান জানিয়েছে, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে তারা সেনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করেছে। ইরান যাতে দুই দেশের মধ্যকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্যই এই ব্যবস্থা। এর আগে ইরান দাবি করেছিল, দুই দেশের গোলায় বিধ্বস্ত হয়েছে ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর