৩০ অক্টোবর, ২০২০ ০৮:৩৯

২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, ১৬০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, ১৬০ জনের মৃত্যু

ফাইল ছবি

সেনেগাল উপকূলে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা, এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা গেছে। 

বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছাড়ে। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা ৬০ জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়।

সূত্র: আল জাজিরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর