কানাডার কুইবেক শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কানাডার স্থানীয় সময় গতকাল শনিবার মাঝ রাতে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মধ্যযুগীয় পোশাক পরে এবং ধারালো অস্ত্র হাতে ওই দুর্বৃত্ত হামলা চালিয়েছে। তার বয়স ২০–৩০ বছরের মধ্যে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে কুইবেক সিটি পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, রাত একটার কিছুক্ষণ আগে এসপিভিকিউ (কুইবেক সিটি পুলিশ ফোর্স) এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। স্থানীয় অধিবাসীদের ঘরে থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। কেননা এ ঘটনার তদন্ত এখনো চলছে।
বিডি-প্রতিদিন/শফিক