কোভিড-১৯ এর নির্দেশনা মেনে ভারতের আসামে স্কুল খুলছে আজ। রাজ্যটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন।
রাজ্যটির কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় সাত মাস পরে আজ সোমবার স্কুল খুলছে। এজন্য তারা ক্লাসে অংশগ্রহণ করার ব্যাপারে একটি নির্দেশনা প্রণয়ন করেছেন।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে শিক্ষার্থীদের জোড়-বিজোড় পদ্ধতিতে ক্লাসে অংশ নিতে হবে। ৬ষ্ঠ, অষ্টম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সোম, বুধ ও শুক্রবার ক্লাসে অংশগ্রহণ করবে। অন্যদিকে, সপ্তম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাসে অংশ নিবে।
রাজ্যটির সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব শিক্ষার্থীরা এক সঙ্গে স্কুলে আসতে পারবে না। তাদের দুটি ব্যাচে বিভক্ত করা হবে। এক ব্যাচ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুলে থাকবে। অন্যরা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস করবে। আর এটি নির্ধারণ করবেন প্রতিষ্ঠান প্রধান।
এরপরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ক্লাস পরিচালনা চালু রাখতে হবে। যাতে যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা ক্লাস করতে পারেন।
তবে যথারীতি স্কুল ও কলেজের হোস্টেল সুবিধা বন্ধ থাকবে। পাশাপাশি প্রতি সপ্তাহে স্কুল স্যানিটাইজ করারও নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, এ পর্যন্ত আসাম রাজ্যে ২ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর