মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন মার্কিন নাগরিকত্বের পাশাপাশি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করছেন। ৩৭ বছর বয়সী স্নোডেন ২০১৩ সালে গোপন ফাইল ফাঁস করে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। গোপন ফাইলটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নজরদারি তৎপরতার কথা প্রকাশিত হয়।
মার্কিন কর্তৃপক্ষ অনেকদিন ধরে স্নোডেনকে ফিরিয়ে এনে গুপ্তচরবৃত্তির বিচার করতে চাইছে। অবশ্য গত আগস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্নোডেনকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন বলেছিলেন।
এডওয়ার্ড স্নোডেনের স্ত্রী লিন্ডসে ডিসেম্বরের শেষের দিকে পুত্র সন্তানের প্রত্যাশা করছেন। স্নোডেন তার এক টুইটার বার্তায় লিখেছেন ‘‘বাবা-মায়ের কাছ থেকে বছরের পর বছর দূরে থাকার পরে, এখন আমার স্ত্রী এবং আমি আমাদের ছেলের কাছ থেকে আলাদা থাকতে চাই না। করোনা মহামারি এবং সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় আমরা অ্যামেরিকান-রাশিয়ান দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করছি।’
‘লিন্ডসে এবং আমি আমেরিকা ভালোবাসি, আমরা আমেরিকানই থাকবো, এবং আমরা আমাদের ছেলেকে মানুষ করবো আমেরিকার সমস্ত মূল্যবোধ দিয়ে। আমরা আশা করি, একদিন আমেরিকায় ফিরে যেতে পারবো এবং পুরো পরিবারের সঙ্গে মিলিত হবো।’
স্নোডেনের আইনজীবী গত মাসে জানান, স্নোডেনকে রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ