অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। সোমবার রাতে সেন্ট্রাল ভিয়েনায় এঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে এক পুলিশ অফিসারও রয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়। অন্যদিকে এক বন্দুকধারীকেও গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার জানিয়েছেন, আমরা ধরে নিতে পারি বেশ কয়েকজন অপরাধী রয়েছে। দুর্ভাগ্যক্রমে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। এই আক্রমণকে জঙ্গিহানা বলে আখ্যায়িত করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর মোতাবেক, প্রায় ৫০ বার ফায়ার করা হয়। যার জেরে বহু লোকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃত্যু সংখ্যাও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।
বিডি-প্রতিদিন/শফিক