হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১২’ এবং এর সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের লখনউতে এফআইআর দায়ের করা হয়।
মহারাষ্ট্রের লাতুর জেলার আসুয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার জেলার এসপি নিখিল পিঙ্গলের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য অমিতাভ বচ্চন ও সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান বিজেপি নেতা। পরে দুই পৃষ্ঠার অভিযোগ পত্রটি ট্যুইট করে তিনি জানান ‘হিন্দুদের অপমান করার চেষ্টা করা হয়েছে এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষ-যারা ভারতে সম্প্রীতির মধ্যে বসবাস করছে, তাদের মধ্যে একটা বিভেদ তৈরির প্রচেষ্টা করা হয়েছে।’
ঘটনার সূত্র পাত ‘কেবিসি ১২’ এর মঞ্চে এক প্রশ্নকে ঘিরে। গত ৩০ অক্টোবর শুক্রবার করমবীর স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপ সোনি ও সমাজকর্মী বেজওয়াদা উইলসন। ওই এপিসোডে ৬ লাখ ৪০ হাজার রুপি জেতার জন্য একটি প্রশ্ন রাখা হয়েছিল। এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্কের জন্ম দেন অমিতাভ। নেটিজেনদের একাংশ এই ব্যাখ্যায় খুশি হয়নি। এদিকে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেন চিত্র পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহাত্রীও।
বিডি প্রতিদিন/হিমেল