সন্ত্রাসী হামলার শঙ্কায় যুক্তরাজ্যে তীব্র সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্স এবং অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদের হুমকির স্তর বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ফ্রান্সে তিনটি হামলার ঘটনা ঘটেছে। একদিন আগে ভিয়েনায় উগ্রবাদীর রাতভর তাণ্ডবে ৫ জন নিহত হয়। পরদিনই সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে ব্রিটেন।
টেলিভিশনে দেয়া বিবৃতিতে প্যাটেল বলেন, গত সপ্তাহের ফ্রান্সের ভয়াবহতা এবং অস্ট্রিয়ায় কি হয়েছে তার স্বাক্ষী আমরা হয়েছি। এসব হামলা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ বাড়ানো হয়েছে।
ব্রিটিশ সরকারের ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী নতুন যে সতর্কতা জারি করা হয়েছে তার অর্থ হামলার উচ্চঝুঁকি রয়েছে। তার আগে হামলা হতে পারে এমন শঙ্কায় সাবসটেনশিয়াল সতর্কতা জারি ছিল।
বিডি প্রতিদিন/হিমেল