৩ ডিসেম্বর, ২০২০ ০০:১৫

আমেরিকা যদি তেহরানে হামলা চালায় ইরান চালাবে আরব আমিরাতে

অনলাইন ডেস্ক

আমেরিকা যদি তেহরানে হামলা চালায় ইরান চালাবে আরব আমিরাতে

আবুদাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানে হামলা চালালে আমিরাতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।  তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের খবরে এ হুমকির কথা বলা হয়েছে

খবরে বলা হয়েছে, আবুদাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদকে পাঠানো এক বার্তায় এ হুমকি দিয়েছে ইরান। বার্তায় বলা হয়েছে, ‌‘যদি কোনো কারণে আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা চালায়, তাহলে উপসাগরীয় দেশ আরব আমিরাতে হামলা চালাবে তেহরান।’ 
এতে আরও বলা হয়, ‘ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার জন্য আমরা আপনাকে দায়ী করব।’ 

মিডলইস্ট আইয়ের প্রতিবেদনের এই হুমকির কথা বলা হয়েছে।

গত সপ্তাহে তেহরানের কাছে পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে হত্যা করা হয়। এ হত্যার জন্য চিরশত্রু ইসরাইলকে দায়ী করছে ইরান। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর