ইরান সরকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে বিলম্বের সুযোগ দেবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি বদলে যাবে। বর্তমান প্রেসিডেন্টও যদি নির্বাচিত হয়ে নতুন সরকার গঠন করতেন তাহলেও পরিস্থিতি বদলে যেত।
প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু সফল হতে পারেননি। ইরান সরকার সর্বশক্তি দিয়ে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রেখেছে।
তিনি আরো বলেন, পরমাণু চুক্তি কোনো সমঝোতা বা শর্ত মানা হবে না। রুহানি বলেন, শহিদ ফাখরিযাদেহর রক্তের বদলা নেওয়াকে নিজের ন্যায্য অধিকার বলে মনে করে ইরান এবং সঠিক সময়ে উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে।
সূত্র: পার্স টুডে
বিডি প্রতিদিন/ ওয়াসিফ