জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়। এছাড়া, দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধ পথে আরো বেশি রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দূতাবাসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন