ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিকগঞ্জে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে এগারটার সময় বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, নাছির উদ্দিন আহমেদ যাদু, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, রিয়াজ মাহমুদ হারেজ, আসাদুজ্জান খান দোলনসহ সদর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা। সদর উপজেলা ও পৌর বিএনপি এই বিজয় র্যালির আয়োজন করে।
বিডি প্রতিদিন/জামশেদ