হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জুলাই শহীদ সম্মিলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামূল হক ও আশরাফুল ইসলাম সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মাহদী হাসান, আহত জুলাই যোদ্ধা লাদেন আহমেদসহ অনেকে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।
বিডি প্রতিদিন/জামশেদ