আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি পরমাণু অস্ত্রের উন্নয়ন ও পরীক্ষার অবসান ঘটানোর জন্য পরমাণু শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি’র প্রস্তুতি কমিশনের ৫৫তম অধিবেশনে দেয়া বক্তৃতায় কাজেম গরিবাবাদি এসব কথা বলেন। এসময় তিনি পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে ইরানের দীর্ঘদিনের অবস্থানের কথা তুলে ধরেন।
পারমাণু নিরস্ত্রীকরণে বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন ইরানি প্রতিনিধি। পাশাপাশি মার্কিন সরকার যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আমেরিকার এ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন কাজেম গরিবাবাদি। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক