১৯ জানুয়ারি, ২০২১ ১৪:২৯

স্বাধীনতার দাবিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে উত্তেজনা

অনলাইন ডেস্ক

স্বাধীনতার দাবিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশে উত্তেজনা

অনেক দিন ধরেই স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। আস্তে আস্তে এই আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছে। রবিবার সেই রকম একটি মিছিলে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি। প্রকাশ্যে আসা মিছিলের ভিডিওতে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগানের ফাঁকে পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি পাইয়ে দেওয়ার জন্য মোদিসহ বাকি রাষ্ট্র নেতাদের কাছে আবেদন জানাতেও শোনা গেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের সান এলাকায় স্বাধীনতার দাবিতে মিছিল করেন কয়েক হাজার মানুষ। তাঁদের দাবি, সিন্ধু প্রদেশ হলো সিন্ধু সভ্যতার ঘর। বৈদিক ধর্মের সূচনাও হয়েছিল এখান থেকে। কিন্তু অবৈধভাবে এই জায়গা দখল করে রাজত্ব চালানোর পর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ১৯৪৭ সালে তা পাকিস্তানের হাতে তুলে দেয়। তারপর থেকেই সিন্ধু প্রদেশের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এর হাত থেকে নিষ্কৃতি পেতে চায় প্রদেশের বাসিন্দারা। বিক্ষোভের অন্যতম নেতা ও জে সিন্ধ মুত্তাহিদা মাহাজের চেয়ারম্যান শাফি মুহম্মদ বুরফাত বলেন, সব সময়ই সিন্ধু প্রদেশের ইতিহাস ও সংস্কৃতির ওপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। এখনও পাকিস্তানের সরকার সিন্ধু প্রদেশের সেই আদর্শকে ধ্বংস করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর