বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে ৭৩ জনকে ক্ষমা করে দিয়েছেন।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, আমরা তা-ই করেছি, যা করতে এসেছিলাম— এবং প্রত্যাশার চেয়েও বেশি করেছি।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমি এক কঠিন লড়াই করেছি। কঠিনতম লড়াই... কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।
ভিডিওতে ট্রাম্প বলেন, রাজনৈতিক সহিংসতা হলো—আমরা আমেরিকান হিসেবে যা কিছু লালন করি, তার ওপর হামলা। এটি কখনও সহ্য করা হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর