২ মার্চ, ২০২১ ১৭:১৪

সমঝোতায় ফেরা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ নেই : ইরান

অনলাইন ডেস্ক

সমঝোতায় ফেরা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ নেই : ইরান

প্রতীকী ছবি

পরমাণু সমঝোতায় ফিরে আসা ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ নেই বলে দাবি করেছেন ইরানের মুখপাত্র আলী রাবিয়ি। বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। এখন পরমাণু সমঝোতায় ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কিছু অবশিষ্ট নেই। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আলী রাবিয়ি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সেজন্য প্রথম থেকেই চেষ্টা করে এসেছে। ইরানের পরমাণু ইস্যুকে নিরাপত্তা বিষয়ক হুমকি হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহারের মাধ্যমে ব্যর্থ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র নিজেই এখন স্বীকার করছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর