বহু দিন ধরে পরিকল্পনা ছিলো আইফোন-১২ কেনার। শেষমেশ সুযোগ বুঝে ফোনের অর্ডার লিউ। পরে সময় মতো বাড়িতে পৌঁছে যায় ডেলিভার বক্সও। তবে বাক্স খোলার পর ভিরমি খাওয়ার অবস্থা ওই চীনা নারীর। আইফোন ১২ প্রো ম্যাক্স-এর বদলে পাওয়া যায় অ্যাপেল ড্রিঙ্ক। লিউ ফোন কিনতে ১,৫০০ ডলার খরচ করেন, যা আপাতত জলে গেল।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে অ্যাপল ও সংশ্লিষ্ট ডেলিভারি সংস্থা। কুরিয়ার সার্ভিস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে চীনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo-তে একটি ভিডিও আপলোড করেছেন লিউ। উল্লেখ্য, এর আগেও আইফোন সরানো বা চুরি করা নিয়ে একাধিক ঘটনা ঘটেছে। সূত্র : নিউজ ১৮।
বিডি-প্রতিদিন/শফিক