ভারত সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড অস্টিন এবার ভারত ও চীনের মধ্যে যুদ্ধ নিয়ে মুখ খুললেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে জানান, ভারত ও চীনকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার কথা কখনোই চিন্তা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। লাদাখ সীমান্তকে কেন্দ্র করে দুই প্রতিবেশি চীন ও ভারতের মধ্যকার কয়েক মাসব্যাপী চলমান উত্তেজনা নিয়ে মার্কিন এই মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই বিশ্বাস করেনি যে দেশ দু’টির মধ্যকার এই উত্তেজনা যুদ্ধ পর্যন্ত পৌঁছাতে পারে।
এ সময় লয়েড অস্টিন বলেন, তিনি ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে মোদি সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। অংশীদারদের মাঝে এ ধরনের আলোচনা করা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক