পূর্বনির্ধারিত (শিডিউলড) সকল আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে ভারত। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের মতো ২৭টি দেশের সঙ্গে ‘বন্দে ভারত মিশন’ এবং নির্ধারিত ফ্লাইটের অধীনে যে ‘ট্রাভেল বাবল’ সৃষ্টি করেছে ভারত তা অব্যাহত থাকবে।
এর অধীনে সরকারি নিয়মনীতি অনুসরণ করে বৈধ যাত্রীরা ভারতে আসতে ও ভারত থেকে গন্তব্যে যেতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
উল্লেখ্য, ভারত এর আগে ২০২০ সালের ২৩শে মার্চ পূর্বনির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ দেয়। তারপর থেকে সেখানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হয়নি। এখন নতুন করে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত।
বিডি প্রতিদিন/হিমেল