ইন্দোনেশিয়া সরকার পরিচালিত দেশের বৃহত্তম তেল শোধনাগারে ভায়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে অন্তত এক হাজার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এক ব্যক্তি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগ বলছে, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি চলছে ইন্দোনেশিয়ার এই এলাকায়। তাই আগুন লাগার কারণ স্পষ্ট করে জানা না গেলেও মনে করা হচ্ছে বাজ পড়েই প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।
বিডি-প্রতিদিন/শফিক