যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে হত্যা করে পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন নীতি লঙ্ঘন করেছেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন শহরের পুলিশ প্রধান মিডারিয়া এরাডোনডো।
মিডারিয়া আদালতে বলেন, ফ্লয়েডকে গ্রেফতারের সময় ওই পুলিশ কর্মতর্কার বল প্রয়োগ করা একেবারেই উচিত হয়নি। তার দায়িত্বের সঙ্গে এটি সাংঘর্ষিক এবং নীতি ও আদর্শের পরিপন্থি।
ডেরেক ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা গত বছরের মে মাসে জর্জ ফ্লোয়েড হত্যায় জড়িত ছিলেন।
সোমবার ষষ্ঠ দিনের মতো শুনানি হয়। আরও টানা কয়েক দিন এ শুনানি চলবে। ২০২০ সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশি নির্যাতনে মারা যান জর্জ ফ্লোয়েড। তাকে গলায় হাঁটুচাপা দিয়ে মারা হয়। যার ব্যাপ্তি ছিল প্রায় ৯ মিনিট।
বিডি প্রতিদিন/হিমেল