তাইওয়ানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার জন্য তৎপরতা জোরদার করেছে চীন। এ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এবার তাইওয়ানের ওপর হামলা চালাতে পারে চীন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন। তিনি বলেছেন, আমাদের কাছে যে ইঙ্গিত আছে তাতে তাইপের ওপর হামলার ঝুঁকি বাড়ছে।
তার দাবি, তাইওয়ানকে চীন নিজের অংশ মনে করে। এজন্য তারা ‘এক চীন’ নীতির আওতায় তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। আন্তর্জাতিক সমাজও এক চীন নীতি সমর্থন করে। সারা বিশ্বের প্রায় সব দেশই তাইওয়ানকে চীনের অংশ হিসেবে মেনে নিয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা মেনে নেয় না বেইজিং।
বিডি-প্রতিদিন/শফিক