চীনের করোনাভাইরাসের টিকাগুলোর কার্যকারিতা কম বলে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) পরিচালক গাও ফু। একইসঙ্গে এগুলোর উন্নতির প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে গত শনিবার এক সম্মেলনে গাও ফু বলেন, সমস্যা সমাধানে বিদ্যমান ভ্যাকসিনগুলোর কার্যকারিতা বেশি নয়। তবে সরকার ভ্যাকসিনগুলো পরিবর্তনের বিকল্পগুলো আনুষ্ঠানিকভাবে বিবেচনা করছে।
গাও যোগ করেন, ‘টিকাদান প্রক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতিতে তৈরি টিকাগুলো ব্যবহার করা উচিত কি না, তা এখন আনুষ্ঠানিকভাবে বিবেচনার মধ্যে রয়েছে।’
এদিকে, রবিবার এক সংবাদ সম্মেলনে চীনা কর্মকর্তারা গাও ফুর মন্তব্য বা সরকারি পরিকল্পনার সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে প্রশ্নের সরাসরি জবাব দেননি। তবে সিডিসির অপর এক কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞেরা এমআরএনএ ভিত্তিক টিকা নিয়ে কাজ করছেন।
বিডি প্রতিদিন/এমআই