১২ এপ্রিল, ২০২১ ১৯:২৯

ফেলে দেওয়া মাস্ক দিয়ে বানানো হচ্ছে তোষক

অনলাইন ডেস্ক

ফেলে দেওয়া মাস্ক দিয়ে বানানো হচ্ছে তোষক

তোষক বানাতে আনা মাস্কের স্তূপ আগুনে পুড়িয়েছে পুলিশ

ব্যবহৃত মাস্ক অনেকেই যত্রতত্র ফেলে দেয়। সেই মাস্ক কুড়িয়ে নেয় কিছু লোক। আর তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে গদিতোষক বানানোর দোকানিরা। তারা এসব মাস্ক দিয়ে বানাচ্ছে গদি-তোষক। ঘটনা ভারতের মহারাষ্ট্রের।

এই অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে তৎপর হয়েছে রাজ্যের পুলিশ। সম্প্রতি এমন একটি অসাধু চক্রের সন্ধান পায় সেখানকার পুলিশ। মহারাষ্ট্রের জলগাঁও এলাকার একটি কারখানায় ওসব মাস্ক দিয়ে গদি, পাপোস ও বিছানার তোষক বানানো হচ্ছিল। এই খবর পেয়ে ওই চক্রের সন্ধানে নামে মহারাষ্ট্র পুলিশ। এরপর কারখানার মালিক আমজাদ আলি মনসুরিকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গাওয়ালি বলেন, খবর পেয়ে আমরা কুসুম্বা গ্রামে গিয়ে দেখি, নোংরা স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে ব্যবহৃত মাস্ক। সেগুলো গদির ভেতরেও দেওয়া হচ্ছে।

সংক্রমণের ঝুঁকি বিবেচনায় করোনাবিধি মেনে তখনই মাস্কের স্তূপে আগুন জ্বালিয়ে দেয় পুলিশ। কারখানা মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্র: জি নিউজ, এনডিটিভি  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর