১৩ এপ্রিল, ২০২১ ১৩:৪৯

চীনা দম্পতির বিরুদ্ধে তাইওয়ানে অর্থপাচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগ

অনলাইন ডেস্ক

চীনা দম্পতির বিরুদ্ধে তাইওয়ানে অর্থপাচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগ

সংগৃহীত ছবি

চীনের হয়ে তাইওয়ানে ২০১৯ সালের নভেম্বরে চীনা এক দম্পতির গুপ্তচরবৃত্তি ও অর্থপাচারের অভিযোগ ওঠে। তাদের স্বীকারোক্তিনুযায়ী, তারা চীন থেকে হংকং ও তাইওয়ানের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ উপার্জনে ১০.৫৪ মিলিয়ন ডলার স্থানান্তর করেছে। অভিযোগে আট মাসের জন্য তাদেরকে তাইওয়ান ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, চীনা এই দম্পতি চায়না ইনোভেশন ইনভেস্টমেন্ট লিমিটেডের (সিএলএল) সঙ্গে জড়িত। চীনের হয়ে গুপ্তচরবৃত্তিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জাতীয় নিরাপত্তা আইনে চীনের ওই দম্পতিকে ২০১৯ সালের নভেম্বর থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাইপে ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিস থেকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।


বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর