১৪ এপ্রিল, ২০২১ ১৫:৩৮

ইউক্রেন ইস্যুতে তুরস্ককে হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেন ইস্যুতে তুরস্ককে হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ‘অনন্তকাল ধরে’ যুদ্ধ চালানোর মানসিকতা পোষণ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ায় তুরস্ক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। সোমবার মিশরের রাজধানী কায়রো সফরের সময় ল্যাভরভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, এদিকে রুশভাষী দনবাস এলাকায় ইউক্রেন সরকার নতুন করে সামরিক অভিযান চালাতে পারে বলে জোরালো জল্পনা ছড়িয়ে পড়েছে।  

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ককে এবং ইউক্রেন ইস্যুতে জড়িত গেরিলা-বিরোধী সমস্ত দেশকে সতর্ক করেন। তিনি বলেন, ইউক্রেন তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে।    

এর আগে শনিবার (১০ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইস্তাম্বুলে স্বাগত জানান এবং গেরিলা-বিরোধী লড়াইয়ে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর