অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্বশর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হবে বলে দাবি করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু।
সোমবার গাজায় এক বক্তব্যে তিনি এমনটাই জানান। আব্দুল লতিফ আরও বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলোর বেধে দেয়া পূর্বশর্ত মেনে না নেয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময়ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। আজ হোক কিংবা কাল ইসরায়েল সরকারকে প্রতিরোধ সংগঠনগুলোর পূর্বশর্ত মেনে নিতেই হবে।
তিনি বলেন, ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর সঙ্গে দিনের আলোতে পেরে না উঠে দখলদার ইসরাইল রাতের অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ ধরনের মানবতাবিরোধী হামলা দখলদার ইসরাইলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারো বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক