এখনো বিশ্বের আলোচিত বিয়েগুলোর একটি প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ে। ৪০ বছর আগের সেই বিয়েতে নজরকাড়া সাদা রঙের গাউন পরেছিলেন ডায়ানা। এখনো আলোচিত বিয়ের পোশাকগুলোর একটি ডায়ানার পরা ওই পোশাকটি। ডায়ানার কেনসিংটনের প্রাসাদেই পোশাকটি এবার প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে।
বিবিসি অনলাইন এ প্রতিবেদন প্রকাশ করেছে। ডায়ানার দুই পুত্র ডিউক অব ক্যামব্রিজ ও সাসেক্স উইলিয়াম ও হ্যারি প্রদর্শনীর জন্য গাউনটি ধার নিয়েছেন। গাউনটি ডিজাইন করেছিলেন ডেভিড ও এলিজাবেথ এমানুয়েল। গাউনটি পরে ১৯৮১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ডায়ানা।
১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা। বেঁচে থাকলে আগামী ১ জুলাই ডায়ানার বয়স হতো ৬০ বছর। তার আগেই প্রদর্শনী শুরু সিদ্ধান্ত নিয়েছে আয়োজন প্রতিষ্ঠান রয়্যাল স্টাইল ইন দ্য মেকিং।
বিডি প্রতিদিন/ফারজানা