১৬ জুন, ২০২১ ১০:০৪

সমুদ্রে আরও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চীনের

অনলাইন ডেস্ক

সমুদ্রে আরও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা চীনের

ফাইল ছবি

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মধ্যে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে চীন গত এক মাসে ৬,৭০০ নটিক্যাল মাইলেরও বেশি পথ অতিক্রম করেছে। পিএলএ-র সাউদার্ন থিয়েটার কমান্ডের একটি বহর সমুদ্র পথে চীনা নৌবাহিনীর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাচ্ছে।

চীন গত কয়েক মাস ধরে দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর উভয় ক্ষেত্রেই তাদের সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করছে। এছাড়াও বেইজিং একটি নতুন আইনও বাস্তবায়ন করেছে যা দেশটির আধা-সামরিক বাহিনীকে বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।

এদিকে, এসসিএমপি জানিয়েছে, গত বছর সাউদার্ন থিয়েটার কমান্ডের অধীনে একটি নৌবহর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪১ দিনের মহড়া শেষ করে, ১৪,০০০ নটিক্যাল মাইল ভ্রমণ করে এবং বেশ কয়েকটি যুদ্ধ ও উদ্ধার মিশন পরিচালনা করে।

অন্যদিকে, চীনা জাহাজগুলি বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের আশেপাশের জলসীমায় ১১২ বার অনুপ্রবেশ করেছে বলে টোকিও দাবি করেছে। জাপান উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, চীনা জাহাজগুলো পূর্ব চীন সাগরের দ্বীপগুলির চারপাশে সংলগ্ন অঞ্চল দিয়ে টানা ১১২তম দিন যাত্রা করে।

সূত্র: এএনআই

    
বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর