১৬ জুন, ২০২১ ১০:১৫

অর্থনৈতিক চাপের মুখে ১৬ বিলিয়ন ডলার ঋণ চায় পাকিস্তান

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক চাপের মুখে ১৬ বিলিয়ন ডলার ঋণ চায় পাকিস্তান

ফাইল ছবি

পাকিস্তানে ৩.৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সত্ত্বেও দেশটিতে লক্ষ লক্ষ লোক এখনও কর্মহীন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রতি চার জনের মধ্যে তিনজন জীবিকা হারিয়েছেন। দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতির কারণে আগামী অর্থবছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ চায় দেশটি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে, ২০২১-২২ অর্থবছরের জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণদাতা, বাণিজ্যিক ব্যাংক, ইউরোবন্ড ইস্যু এবং আইএমএফ থেকে ১৫.৭ বিলিয়ন ডলারের মোট প্রাপ্তি অনুমান করেছে।

এদিকে, দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে আনুমানিক ১৫.৭ বিলিয়ন ডলার ঋণ নেবে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে চলমান আলোচনার আলোকে চূড়ান্ত পরিসংখ্যান কিছুটা পরিবর্তন হতে পারে।

   
বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর